ভৌত বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) নৌকা জলে ডোবে না, কারণ—
A) নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম
B) নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন বেশী
C) নৌকার ওজন আর নৌকাটি যতটা জল অপসারণ করছে তার ওজন সমান সমান
D) কোনোটিই সঠিক নয়

62) পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে নিরক্ষীয় অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কি হবে?
A) একই থাকবে
B) বৃদ্ধি পাবে
C) হ্রাস পাবে
D) শূন্য হবে

63) গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির সরাসরি প্রয়োগ?
A) আর্কিমিডিস নীতি
B) পাস্কালের সূত্র
C) টরিসেলির সূত্র
D) কোনোটিই নয়

64) “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে" সূত্রটি--
A) নিউটনের প্রথম সূত্র
B) নিউটনের দ্বিতীয় সূত্র
C) নিউটনের তৃতীয় সূত্র
D) চতুর্থ সূত্র

65) একটি কণার গতিশক্তি সর্বোচ্চ হবে __আকারে?
A) গ্যাস
B) প্লাজমা
C) তরল
D) কঠিন

66) ডেসিবেল এককে কি পরিমাপ করা হয়--
A) শব্দ
B) বল
C) আলো
D) কম্পাঙ্ক

67) নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়--
A) তামা
B) জার্মেনিয়াম
C) নিশাদল
D) অ্যান্টিমনি

68) কুয়াশার মধ্য দিয়ে কোন লোক দেখতে পায় না কেন?
A) কুয়াশা আলো শোষণ করে
B) কুয়াশার প্রতিসরাঙ্ক অসীম
C) কুয়াশার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে
D) কুয়াশার জলবিন্দু দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে

69) শব্দ নিচের কোন মাধ্যমে চলতে পারে না?
A) জল
B) ইস্পাত
C) বায়ু
D) শূন্য

70) পরম শূন্যের মান কত?
A) –273°C
B) 0°C
C) -273°F
D) -273K

71) কেলভিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক কত?
A) 273 K
B) 373 K
C) 300 K
D) 672 K

72) বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্র জলের স্ফুটনাঙ্ক কি হয়?
A) বেশি
B) কম
C) একই থাকে
D) কোনোটিই নয়

73) কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান এক হয়--
A) - 40°c
B) - 20°
C) - 40°
D)

74) থ্রি পিন প্লাগ এর বড় ও মোট পিনটি হলো কোনটি?
A) লাইভ পিন
B) নিউট্রাল পিন
C) আর্থ পিন
D) কোনোটিই নয়

75) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তরনের উদাহরণ?
A) টর্চ
B) বৈদ্যুতিক পাখা
C) ইস্ত্রি
D) টেলিভিশন

76) ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে নিম্নের কোন ঘটনা ঘটবে ?
A) শুষ্ক বাতাস প্রবল বেগে বইবে
B) শীঘ্রই বৃষ্টি হবে
C) আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে
D) ঝড়ের সৃষ্টি হবে

77) প্রেসার কুকারে রান্না সুবিধাজনক হয় কেন ?
A) কুকারের ভিতর বেশি বাষ্প তৈরি হয়
B) জলের ফুটনাঙ্ক হ্রাস পায়
C) জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
D) কুকারের ভিতর বেশি উত্তাপ তৈরি হয়

78) বাড়িতে মিটার এর সঙ্গে যুক্ত লাইভ তার কিসের মাধ্যমে মেন সুইচ এর সঙ্গে যুক্ত থাকে?
A) মেইন ফিউজ
B) সকেট
C) রেগুলেটর
D) দ্বিমুখী সুইচ

79) টরিসেলির শূন্যস্থানে কি থাকে
A) সামান্য বায়ু
B) হাইড্রোজেন
C) পারদ বাষ্প
D) কিছুই থাকে না

80) FPS পদ্ধতিতে দৈর্ঘের একক কি?
A) ফুট
B) সেমি
C) মিটার
D) কোনোটিই নয়